আইপিএলে তিরস্কৃত বিরাট কোহলি

খেলাধুলা ডেস্ক এপ্রিল ১৫, ২০২১, ১১:৩৪ এএম

ঢাকাঃ এবারের আইপিএলে ব্যাঙ্গালোরের পক্ষে ইনিংস উদ্বোধনের পর ১৩তম ওভারে আউট হন ২৯ বলে ৩৩ রান করে বিরাট কোহলি।

আউট হওয়ার প্রচন্ড রেগে যান কোহলি। ডাগআউটে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন ব্যাট দিয়ে চেয়ারে আঘাত করে। এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন কাজ করে কোহলিও অবশ্য ছাড় পাননি। বড় শাস্তি না পেলেও তিরস্কৃত হতে হলো তাকে।

আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২ ধারা অনুযায়ী কোহলিকে তিরস্কার করা হয়।

অল্পের ওপর দিয়েই বেচে গেলেন কোহলি। প্রায় একই অপরাধের জন্য ২০১৬ সালে গৌতম গম্ভীরকে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছিল।

এদিকে, আইপিএলের ষষ্ঠ ম্যাচে আগে ব্যাটিং করে ব্যাঙ্গালোর সংগ্রহ করে ১৪৯ রান। হোল্ডার নিয়েছিলেন ৩টি উইকেট। রশিদ খান পান ২টি উইকেট।

জবাবে জয়ের পথেই ছিল হায়দরাবাদ। শেষের দিকের নাটকীয়তায় ৬ রানে জয় পায় ব্যাঙ্গালোর। হায়দরাবাদ থামে ১৪৩ রানে।

আগামীনিউজ/জনী