২৯৮ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক জানুয়ারি ২৫, ২০২১, ০৩:৩৪ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং করে ছয় উইকেট হারিয়ে ২৯৭ রান করে বাংলাদেশ।ম্যাচটি সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে। 

স্কোর: বাংলাদেশ ২৯৭/৬ (৫০ ওভার)

দলের চার সিনিয়র ব্যাটসম্যান খেলেছেন দুর্দান্ত। প্রথম সাকিবকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন তামিম ইকবাল। দুজনের ব্যাট থেকেই আসে ফিফটি। এরপরে মুশফিকও হাঁকান ফিফটি। শেষ দিকে মাহমুউল্লাহর ঝোড়ো ফিফটিতে ২৯৭ রান করে বাংলাদেশ। মাত্র ৪৩ বলে ৬৪ রান করে মাহমুদউল্লাহ। তার সঙ্গে সাইফউদ্দিন অপরাজিত ছিলেন ৫ রানে। 

সিরিজ শুরুর আগেই শিরোনামে এসেছিলেন বাঁ হাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানকে সরিয়ে তাকে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নিয়ে আসা হয়। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। প্রথম ম্যাচে ১, দ্বিতীয় ম্যাচে ১৭ রানের পর আজ তৃতীয় ম্যাচে সাজঘরে ফেরেন ২০ রানে। তিন ম্যাচে শান্তর ব্যাট থেকে রান আসে মাত্র ৩৮। 

বাংলাদেশ প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে ১৩ বার। এর মধ্যে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকেও একবার ধবলধোলাই করেছিল। তাদেরকে একই স্বাদ দেওয়ার অপেক্ষায় তামিমের দল। 

আগামীনিউজ/নাসির