ম্যাক্সওয়েলের আর কোনো টেস্ট খেলার সম্ভবনা নাই!

খেলাধুলা ডেস্ক জানুয়ারি ২৪, ২০২১, ০৫:০৬ পিএম
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ অস্ট্রেলিয়ার বিধ্বংসী অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আর টেস্ট দলে খেলার সম্ভবনাই দেখছেন না। লাল বল নয়, সাদা বলের ক্রিকেটেই মনোযোগ দিচ্ছেন তিনি। সামনে সীমিত ওভারের ৩টি বিশ্বকাপই এখন তাঁর পাখির চোখ। 

২০১৩ সালে ভারতের বিরুদ্ধেই টেস্ট অভিষেক ঘটে ম্যাক্সওয়েলের। এখনও অবধি মাত্র ৭টি টেস্ট খেলেছেন তিনি। একটি শতরান-সহ করেছেন ৩৩৯ রান। উইকেট নিয়েছেন ৮টি। ম্যাক্সওয়েল শেষ টেস্ট খেলছেন ২০১৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বলেন, “সত্যি বলতে, টেস্ট দলের ধারে কাছেও দেখছি না নিজেকে।”

অস্ট্রেলিয়ার হয়ে ১১৬টি একদিনের ম্যাচ খেলা ম্যাক্সওয়েল বলেন, “ওদের নিজস্ব পরিকল্পনা রয়েছে। এমন কিছু ক্রিকেটার রয়েছে, যারা প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত খেলেছে। ক্যামরন গ্রিনের তারকা হয়ে ওঠার সম্ভবনা রয়েছে। পুকোভস্কি, ট্রাভিস হেডদের টেস্টে গড় ৪০।”

সাদা বলের ক্রিকেটেই মনোযোগ দিতে চাইছেন ম্যাক্সওয়েল। লাল বলের ক্রিকেট খেলতে গিয়ে একদিনের দলে নিজের জায়গা হারাতে চাইছেন না তিনি।

আগামীনিউজ/নাসির