সিলেটের ইতিহাসে ১ম হাফ ম্যারাথন

নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৪, ২০২০, ০৪:২৫ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ এই প্রথমবারের মতো সিলেটের ইতিহাসে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন। এতে সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা অন্ততঃ এক হাজার দৌড়বিদ অংশগ্রহণ করেন। ৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করা প্রতিযোগীরা অংশ নেন।

আজ শুক্রবার (৪ ডিসেম্বর) ভোর ৬টায় এই হাফ ম্যারাথন শুরু হয়। নগরের কিনব্রিজ এলাকা থেকে এই ম্যারাথন শুরু হয়ে ২১ দশমিক ১ কিলোমিটার হাফ ম্যারাথন ও সাড়ে ৭ কিলোমিটার ক্যাটাগরিতে দুটি রাউন্ড অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, ক্বীনব্রিজ থেকে সদর উপজেলার বাইশটিলা হয়ে ইউটার্ন নিয়ে লাক্কাতুরায় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন শেষ হয়। এতে অংশ নেন চার শতাধিক দৌড়বিদ। এবং ক্বীনব্রিজ থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই গন্তব্যে শেষ হয় সাড়ে সাত কিলোমিটার মিনি ম্যারাথন রাউন্ড। এতে ৬ শতাধিক দৌড়বিদ অংশ নেন। দুটি ইভেন্টেই ৭ বছর থেকে ৭০ বছর বয়সী দৌড়বিদরা অংশগ্রহণের সুযোগ পান। সুস্বাস্থ্য গঠনে আগ্রহ বাড়াতে নিয়মিত এমন আয়োজন করা হবে বলেও জানান তারা।

আগামীনিউজ/এএইচ