আইপিএলের স্পন্সর চান বাবা রামদেবের পতঞ্জলি

খেলা প্রতিবেদক আগস্ট ১১, ২০২০, ১০:৩৩ এএম

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএলের ১৩তম আসর। তার আগে নতুন স্পন্সরের জন্য বিজ্ঞাপন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাতে সাড়াও পড়েছে বেশ। তবে এগিয়ে আছে ভারতের যোগব্যায়াম গুরু বাবা রামদেবের প্রতিষ্ঠান ‘পতঞ্জলি’।

আয়ুর্বেদ প্রতিষ্ঠান খ্যাত পতঞ্জলি বেশ কদর রয়েছে দেশটিতে। তবে এটির পরিচিতি বিশ্বজুড়ে ছড়িয়ে দিতেই আইপিএলকে বেছে নিতে চান বাবা রামদেবের প্রতিষ্ঠান।

পতঞ্জলির মুখপাত্র এস কে তিজারাওয়ালা বলেন, ‘পতঞ্জলিকে বিশ্ব বাজারে ছড়িয়ে দিতে আইপিএলের চেয়ে বড় কোনো মাধ্যম আছে বলে মনে হয় না। আইপিএলের এবারের আসরে টাইটেল স্পন্সর হতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।

তিজারাওয়ালা আরো বলেন, ‘পতঞ্জলি শুধু দেশেই নয় গোটা বিশ্বে এর বাজার সৃষ্টি করে ছড়িয়ে দিতে চাই। আমরা বিসিসিআই-কে সরাসরি প্রস্তাব দিতেও প্রস্তুত।’

 

আগামীনিউজ/এএস