আইপিএলে ক্রিকেটাররা পরিবারকে সাথে রাখতে পারবেন

খেলা প্রতিবেদক আগস্ট ৫, ২০২০, ১২:৪৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতে আইপিএল সংশ্লিষ্ট ক্রিকেটার-কর্মকর্তাদের থাকতে হবে না কোয়ারেন্টিনে। তবে সেক্ষেত্রে দেশটির বিমান ধরার আগে এবং সংযুক্ত আরব আমিরাতে পা রাখার পরে তাদের করাতে হবে করোনা পরীক্ষা। যদি গন্তব্যে পৌঁছানোর পর কোনো ক্রিকেটার বা কর্মকর্তার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ আসে তবে তাকে থাকতে হবে কোয়ারেন্টিনে।

করোনার মধ্যে আইপিএল হলেও ক্রিকেটারেরা পরিবার নিয়ে যেতে পারবেন। আরব আমিরাত সরকার জানিয়েছে, ট্যুরিস্টদের জন্য ফের দরজা খুলে দেওয়া হচ্ছে। স্ত্রী, পরিবার তাই ট্যুরিস্ট ভিসায় যেতে পারবেন। ৫৩ দিনের দীর্ঘ প্রতিযেগিতা বলেই স্ত্রী-পরিবারকে সঙ্গে রাখার অনুমতি দেবে বোর্ড।

তবে পরিবার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার ফ্র্যাঞ্চাইজিদের উপরই ছাড়বে বোর্ড। দলই ঠিক করবে কোন কোন ক্রিকেটার স্ত্রী, পরিবার নিয়ে যেতে পারবে। টিম হোটেলে কড়া নিয়মকানুন বেঁধে দেওয়া হচ্ছে। হোটেল থেকে বেরিয়ে অন্য কোথাও লাঞ্চ বা ডিনারে যাওয়া যাবে না। হোটেলের মধ্যেই তা সারতে হবে।

 

আগামীনিউজ/এএস