টেস্টে ব্রডের ‘পাঁচশ’

খেলা প্রতিবেদক জুলাই ২৯, ২০২০, ০৯:৪৮ এএম

ক্রিকেটের এলিট ফরম্যাটে চতুর্থ পেসার হিসেবে পাঁচশ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ইংল্যান্ডেন স্টুয়ার্ট ব্রড। ব্রড ওয়েস্ট ইন্ডিজ ওপেনার কার্লোস ব্রাথওয়েটকে লেগ বিফোরের ফাঁদে ফেলে তার পাঁচশ’ উইকেট পূর্ণ করেন।

ব্রডের আগে পেসার হিসেবে কোর্টনি ওয়ালশ, গ্লেন ম্যাকগ্রা ও সতীর্থ জেমস অ্যান্ডারসন টেস্টে পাঁচশ' উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন।

সব মিলিয়ে টেস্ট ইতিহাসের সপ্তম বোলার হিসেবে পাঁচশ' উইকেটের এলিট ক্লাবে নিজের নাম লিখিয়েছেন ব্রড।

ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড দ্বিতীয় কম বয়সী ক্রিকেটার হিসেবে নিয়েছেন পাঁচশ' উইকেট। তার আগে ৩১ বছর ৩৩৪ দিন বয়সে পাঁচশ' উইকেট তুলে নেন মুরালিধরন। ব্রড পাঁচশ'র ঘরে ঢুকেছেন ৩৪ বছর ৩২ দিন বয়সে।

২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে অভিষেক হওয়া ব্রড যে ক'বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন সব ক’বার বল হাতে ছিলেন বিধ্বংসী। দশ রানের কম করে রান দিয়ে একটি করে উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়া পাঁচ উইকেট নেওয়া ‌ম্যাচে প্রতি ১৯.১ বল অন্তর উইকেট শিকার করেছেন তিনি।

 

আগামীনিউজ/এএস