লিগ শুরুর আগেই দুঃসংবাদ

ক্রীড়া ডেস্ক জুন ৪, ২০২০, ১১:৫১ এএম
ছবি সংগৃহীত

ঢাকা: বিশ্ব মহামারি করোনাভাইরাসের ধাক্কা সামলে আবারো ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর আগে আরেকটি দুঃসংবাদ সামনে এসেছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন টটেনহামের একজন। 

প্রিমিয়ার লিগ কর্তৃক সর্বশেষ কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন স্পার্সদের একজন। এমনটাই জানিয়েছে লন্ডনের ক্লাবটি। তবে আক্রান্ত ব্যক্তি খেলোয়াড় নাকি কর্মকর্তা তা প্রকাশ করেনি তারা। এ বিষয়ে টটেনহাম তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, ‘মেডিকেল গোপনীয়তার কারণে আক্রান্ত ব্যক্তির নাম প্রকাশ করা হবে না।’ 

ইতোমধ্যে আক্রান্ত ব্যক্তিকে ৭দিনের জন্য আইসোলশেনে পাঠানো হয়েছে। টটেনহামের ওয়েবসাইটের বরাতে খরবটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

টটেনহামের খেলোয়াড় ও কর্মকর্তা মিলিয়ে ১ হাজার ১৯৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে পজিটিভ এসেছেন একজন।

আগামীনিউজ/মিজান