ঈদে বাড়িতে থাকতে বললেন সাকিব

ক্রীড়া ডেস্ক মে ২৫, ২০২০, ১১:২৭ এএম
ছবি সংগৃহীত

ঢাকা: বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে এবার অন্যরকম ঈদ। রাজধানীসহ দেশের কোনও ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়নি ঈদের জামাত। মসজিদে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে করোনাকালের ঈদ নামাজ।

এদিকে, ঈদের আনন্দে প্রাণঘাতী এই ভাইরাস যাতে আরো বেশি ছড়িয়ে না পড়ে সে জন্য এবারের ঈদ বাড়িতে বসেই উদ্‌যাপন করতে সবাইকে আহ্বান জানিয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে পোস্ট করেছেন সাকিব। ‘ঈদ মোবারক’ লেখা ছবিতে তারকা এই অলরাউন্ডার লিখেছেন- “এবারের ঈদ উদ্‌যাপন আইসোলেশনে হওয়া উচিত।”

আর ছবিটির সঙ্গে দেওয়া পোস্টে সাকিব লিখেছেন, “করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদ্‌যাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সকলে মিলে উদ্‌যাপন করতে পারি দারুণ আনন্দে।”

আগামীনিউজ/মিজান