করোনা: ঘরেই নামাজ পড়ার আহ্‌বান  ইরফান পাঠানের

খেলা ডেস্ক এপ্রিল ৮, ২০২০, ০২:০০ পিএম

খেলা ডেস্ক: বর্তমানে সারাবিশ্বে এক আতংকের নাম হচ্ছে করোনা। করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে অনেক মানুষ। করোনার কারণে ভারতে চলছে লকডাউন। মসজিদে যেতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ঘরেই নামাজ পড়ার আহ্‌বান জানিয়েছেন ভারতের সাবেক তারকা পেসার ইরফান পাঠান।

তিনি বলেন, ‘এটা ভেবো না যে মসজিদে যেতে মানা করা হয়েছে। বরং এটা ভাবো যে, সব ঘরকে মসজিদ বানাতে বলা হয়েছে। আমাদের মতো আমাদের ঘরও অপরাধী হয়ে  গেছে। আসুন ঘরটাকে পরিষ্কার করি। ঘরেই নামাজ পড়ি।’ 

 

আগামীনিউজ/বিজয়