এশিয়া কাপ নিয়েও অনিশ্চয়তা

ক্রীড়া ডেস্ক মার্চ ২৭, ২০২০, ০৫:৫২ পিএম

ঢাকা : করোনাভাইরাস (কভিড-১৯) মহামারি হয়ে ওঠায় থেমে গেছে বিশ্বের ক্রীড়াঙ্গন। চ্যাম্পিয়নস লিগ, ইউরোপের শীর্ষ পাঁচ লিগ থেকে আন্তর্জাতিক ক্রিকেটও থেমে গেছে। এ ছাড়াও নানা দেশের ঘরোয়া সব লীগও স্থগিত রাখা হয়েছে। 

এদিকে, করোনায় আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ভেন্যু পরিবর্তন নিয়ে চলতি মাসের শুরুতে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক ছিল। তবে করোনার কারণে সেই বৈঠক এড়িয়ে গেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। শুধু তাই নয়, পরে তা স্থগিত করে এসিসি।

এশিয়ার মর্যাদাপূর্ণ ও বহুল আকাঙ্ক্ষিত এই আসর সেপ্টেম্বরে হবে কিনা তা নিয়ে বড় রকমের দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। হলে কোথায় এই খেলা হবে তাও শিগগির নির্ধারণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। চলতি মাসের শেষ দিকে বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। তবে সেই বৈঠক বাতিল করা হয়েছে।

আগামীনিউজ/মিজান