টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি হাঁকাবেন তামিম আশা মাহমুদউল্লাহর

ক্রীড়া প্রতিবেদক মার্চ ৮, ২০২০, ০৬:৫৬ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা : দেখতে দেখতে ৯৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। আর মাত্র ৬ ম্যাচ খেললেই সংক্ষিপ্ত এই ফরম্যাটে সেঞ্চুরি হাঁকাবে টাইগাররা। কিন্তু এতগুলো ম্যাচ খেলেও মাত্র একজন ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পেয়েছে। তাও ৪ বছর আগে। একমাত্র সেই শতকের মালিক তামিম ইকবাল।  

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। দুই ম্যাচের সিরিজে সেঞ্চুরি হাঁকাতে পারেন তামিম-লিটনরা। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।  

তিনি বলেন, ‘যেভাবে তামিম-লিটন ব্যাটিং করছে, আমার মনে হয়, এমন সাবলীল (ব্যাটিং) যদি করতে পারে, (টি-টোয়েন্টি) সেঞ্চুরিটা আসতে খুব বেশি দিন বাকি নেই।’

মাহমুদউল্লাহ বলেন, ‘ওর (তামিমের) স্ট্রাইক রেট নিয়ে কথা বলা হয়েছে। আমার মনে হয়, ও যদি ওর মতো ব্যাটিং করতে পারে, ও এই সিরিজে একটা সেঞ্চুরি করতে পারবে। আমি এই ইস্যু (স্ট্রাইক রেট) নিয়ে খুব একটা চিন্তিত না। কারণ তামিম খু্‌বই ভালো ছন্দে ব্যাটিং করছে। টি-টোয়েন্টি ফরম্যাটে ও বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। আর নির্দিষ্ট করে কিছু বলাও হয়নি যে ও কীভাবে ব্যাটিং করবে। পিচ মূল্যায়ন করে ও যেভাবে ব্যাটিং করবে, সেটাই যথেষ্ট।’

টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘লিটনের সামর্থ্য সম্পর্কে (সবাই) জানেন। ও যেভাবে ব্যাটিং করেছে, দেখে খুবই ভালো লাগছে। আশা করছি, সামনেও এভাবেই ব্যাটিং করে যাবে।’

২০০৬ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ। এখন পর্যন্ত এই ফরম্যাটে টাইগাররা ৯৪ ম্যাচ খেলে ফেললেও সেঞ্চুরির সংখ্যা মাত্র একটি। ২০১৬ সালের মার্চে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন বাঁহাতি তারকা ওপেনার তামিম। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের তিন অঙ্ক ছোঁয়া ইনিংস ওই একটিই। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমের অপরাজিত ১০৩ রানের ওই স্মরণীয় ইনিংসের পর সেঞ্চুরির সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে পেরেছেন মোহাম্মদ নাঈম শেখ। গেল নভেম্বরে ভারতের বিপক্ষে ৪৮ বলে ৮১ রান করেছিলেন তিনি।

আগামীনিউজ/জাফিউল