বিদায়কালে সাকিবকে স্বরণ মাশরাফির

ক্রীড়া প্রতিবেদক মার্চ ৭, ২০২০, ০১:১২ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা : পূর্ব ঘোষণা অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসাবে শেষ ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মোর্ত্তজা। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ক্যাপটেনকে দারুন এক উপহার দিয়েছেন তামিম ইকবাল, লিটন দাসরা। ম্যাচ শেষে মাশরাফিকে নিজের কাঁধে তুলে নিয়ে ল্যাপ অব অনার দিলেন। দলের পক্ষ থেকে সবার অটোগ্রাফসহ একটি জার্সি উপহার দিলেন সতীর্থরা। তবুও কিছু একটার অভাব অনুভব করছিলেন ম্যাশ। দীর্ঘ দিনের সহযোদ্ধা সাকিব আল হাসান কোথায়? ওহ সে তো মাঠে আসতে পারবে না আইসিসির নিষেধাজ্ঞায়! 

জুয়াড়ীদের তথ্য গোপন করে আইসিসির নিষেধাজ্ঞায় সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দুরে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। কিন্তু ভুলে যাননি মাশরাফির বিদায় ম্যাচের কথা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধিনায়ককে নিয়ে আবেগী স্ট্যাটাস দেন সাকিব। 

সেখানে তিনি লিখেন, ‘সত্যিকারের নেতা এবং যোদ্ধা বলতে যা বোঝায় আপনি আমাদের কাছে তার দৃষ্টান্ত হয়ে থাকবেন সব সময়। বহু প্রতিবন্ধকতা সত্ত্বেও, আপনি উৎসাহ যুগিয়েছেন আমাদের। শিখিয়েছেন নিজেদের প্রতি বিশ্বাস রাখতে। আপনার থেকেই শিখেছি গৌরব আর সম্মানের সাথে দেশের জার্সি পরে কিভাবে মাঠে লড়তে হয়। নিঃসন্দেহে আমরা দারুণ কিছু সময় কাটিয়েছি মাঠে, কাটাবো সামনের দিনগুলোতেও। নিজের উদ্যমে যেভাবে আমাদের প্রেরণা দিয়েছেন আর প্রতিটা মুহূর্ত পাশে থেকে দল হিসেবে সামনে এগিয়ে যেতে সাহায্য করার ব্যাপারটা ভুলবোনা কখনোই। বিনয় আর সম্মানের সাথে টিম টাইগার্স আর প্রিয় জাতীয় পতাকাকে বিশ্বের বুকে উঁচিয়ে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হয়তো আমাদের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কিন্তু আমাদের সবার প্রিয় 'মাশরাফি ভাই' হয়ে সারাটা জীবন থাকবেন আমাদেরই মাঝে। সব সময়ই যেন আমাদের জন্য আপনার সেরাটা দিতে পারেন এই শুভকামনা জানাচ্ছি।’

তাই বিদায় বেলায় সাকিবকে নিয়ে আবেগ সংবরণ করতে পারেননি মাশরাফি বিন মোর্ত্তজা। সরাসরি সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলার সময় বিদায়ী অদিনায়ক জানান, বিদায়ের দিনে সাকিবকে সবচেয়ে বেশি মিস করছেন। ‘আমাকে এত সম্মান দেয়ার জন্য আমার সকল সতীর্থকে জানাই ধন্যবাদ। তবে আমি বলতে চাই, আমি মাঠে আজ সাকিবকে মিস করছি। সে আমার সঙ্গে সবসময় ছিল। আই মিস ইউ বয়।’ 

আগামীনিউজ/জাকিউল