থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন

ক্রীড়া প্রতিবেদক মার্চ ৭, ২০২০, ১২:০১ এএম
ছবি: সংগৃহীত

ঢাকা : অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচ। তাই পরিকল্পনা আগে থেকেই ছিল তামিম-মুশফিকদের। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা অধিনায়ককে সারপ্রাইজ দেবেন। সংবাদমাধ্যম ব্যাপারটা জানলেও সারপ্রাইজটা কী সেটা জানতে পারেনি। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই চমকে গেলেন। সবার জার্সিতেই যে লেখা থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন। আর সবার জার্সি নম্বরও একই-২।

ম্যাচ শেষ হওয়ার পর অধিনায়ক মাশরাফিকে কাঁধে তুলে নিয়ে এক চক্কর দিলেন তামিম ইকবাল। এরপরই সেই জার্সি চমক। মাশরাফির নেতৃত্বের শেষ ম্যাচের জন্যই বিশেষভাবে তৈরি এই জার্সি। সবার জার্সিতে লেখা ‘মাশরাফি’,  তার প্রতীক হয়ে ওঠা নম্বর ‘২।’ জার্সির সামনে লেখা ‘থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন।’ মাশরাফিকে ঘিরে বয়ে গেল আবেগের জোয়ার।
 
সতীর্থদের এই আয়োজনে চমকে গেলেন মাশরাফিও। তার কণ্ঠে ফুটে উঠল কৃতজ্ঞতা,‘ অনেক বড় সম্মান আমার জন্য। সম্ভবত মাঠেই সবচেয়ে সেরা উপহার পেয়েছি (দলের জয়)। ক্রিকেট বোর্ড, আমাদের ছেলেরা, সবাই ছিল দারুণ। সবাইকে ধন্যবাদ।”
 
দলের পক্ষ থেকে সবার অটোগ্রাফ ও শুভেচ্ছাসহ একটি জার্সি উপহার দেওয়া হলো মাশরাফিকে। বোর্ডের পক্ষ থেকে দেওয়া হয়েছে একটি ক্রেস্ট।

আগামীনিউজ/রবিউল/জাকিউল