পাকিস্তানেও নেতা হয়ে যাচ্ছেন মাশরাফি!

ক্রীড়া প্রতিবেদক মার্চ ৪, ২০২০, ০৫:৩৭ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা : মাশরাফী অধ্যায় শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ঘোষণা দিয়েই জানিয়েছিলেন, জিম্বাবুয়ে সিরিজেই অধিনায়ক মাশরাফীর শেষ সিরিজ। এরপর সাধারণ ক্রিকেটারের মতো তাঁকেও পারফর্ম করেই দলে ঢুকতে হবে। কিন্তু জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই অন্যরকম খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে। মাশরাফী বিন মোর্ত্তজা পাকিস্তানে যাবেন এবং তিনিই একমাত্র ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন! 

মুশফিকুর রহিম যে পাকিস্তানে যাচ্ছেন না সেটা নিশ্চিত হয়ে গেছে আগেই। মঙ্গলবার (৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের বিষয়টি নিয়ে পরিস্কার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। 

এপ্রিলে একটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। যদিও বিশ্বব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে। তবে বিসিবি এ নিয়ে পিসিবির সঙ্গে কথা বলেই তৃতীয় দফায় সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আপাতত নির্বাচকরা মুশফিকের একজন বিকল্প খুঁজছেন।  মিনহাজুল মঙ্গলবার বলছিলেন, ‘পাকিস্তানে মুশফিক যাচ্ছে না, তাই আমরা চিন্তাটা করছি ওর জায়গায় কাকে খেলানো যায়।’ 

জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে বিশ্রামে থাকছেন মুশফিক। যেহেতু সিরিজ জেতা হয়ে গেছে এবং তিনি পাকিস্তান সফরে যাবেন না। পাকিস্তানে সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয় ওয়ানডেতে এমন কাউকেই সুযোগ দেওয়া হবে। মিনহাজুলের কথায় সেটি পরিস্কার, ‘মুশফিক না যাওয়ায় ১৫ জন থেকে ইতিমধ্যে একজন কমে গেছে। আমরা তাই মুশফিকের জায়গায় অন্য কাউকে চিন্তা করছি।’

এর আগে সংবাদ সম্মেলনে মাশরাফি জানিয়েছিলেন, টিম ম্যানেজম্যান্ট চাইলে তিনি পাকিস্তান সফরে যেতে চান। তাহলে তিনি কী হিসেবে যাবেন পাকিস্তানে? অধিনায়ক না সাধারণ খেলোয়াড় হিসেবে? যদিও এ নিয়ে এখনই কিছু বলতে পারলেন না প্রধান নির্বাচক, ‘আমরা এ সিরিজটা শেষ হলে তারপর পাকিস্তান সিরিজের ওয়ানডে নিয়ে বসব।’ 

তবে যা আভাস পাওয়া যাচ্ছে, পাকিস্তানে একমাত্র ওয়ানডেতেও নেতা থাকছেন মাশরাফি। তার মানে জিম্বাবুয়ে সিরিজই অধিনায়ক মাশরাফির শেষ নয়!

আগামীনিউজ/রবিউল/জাকিউল