বঙ্গবন্ধুকে সম্মান জানাতে পেরে উচ্ছ্বসিত টেলর

ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২৮, ২০২০, ০৭:১১ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: মার্চেই হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে এশিয়া একাদশের মুখোমুখি হবে বিশ্ব একাদশ। ইতিমধ্যে এশিয়া একাদশে কে কে খেলছেন তা সবাই জেনে গেছেন। বিশ্ব একাদশের দু-একজনের নাম এরই মধ্যে জানা হয়ে গেছে। এই তালিকায় জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্রেন্ডন টেলরও আছেন। বিশ্ব একাদশের হয়ে তাঁর খেলা নিশ্চিত।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ে দল অনুশীলন সেরে নিয়েছে। তার ফাঁকেই টেলর সংবাদমাধ্যমকে নিজের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন। তিনি বলেন,‘ সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। বাংলাদেশের এত বড় উদ্‌যাপনে আমাকে আমন্ত্রণ জানানো এবং এর অংশ হতে পেরে আমি গর্বিত। বিশ্ব ক্রিকেটের সেরা ক্রিকেটাররা এখানে খেলবে তার সঙ্গে যুক্ত হতে পেরে অবশ্যই সম্মানিতবোধ করছি। নিজেকে অবশ্যই ভাগ্যবান মনে করছি।’

ক্যারিয়ারের শুরুতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলেছেন টেলর। তাঁর কাছে ভালো লেগেছে বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর অবদানের জন্য। টেলর বলছেন,‘ যারা এই ম্যাচ খেলবে, সবার জন্যই বিশাল ব্যাপার হবে। বাংলাদেশের জন্য তাঁর অবদানকে সম্মান জানানোর ছোট্ট চেষ্টা করতে পারছি আমরা।’

আগামীনিউজ/রবিউল/জাকিউল