“ফেসবুক থেকে ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ আলাদা করা উচিত”

তথ্য ও প্রযুক্তি ডেস্ক জুন ১৫, ২০২১, ০২:৪০ পিএম

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট নেতা রো খান্না বলেছেন, ফেসবুককে ভেঙে দেওয়া উচিত। ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকে আলাদা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা উচিত বলেও মনে করেন তিনি। ডেমোক্রেট নেতার দাবি, এতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়বে।

সোমবার ব্লমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রো খান্না এমন অভিমত ব্যক্ত করেন। রো খান্না যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য।

২০১২ সালে ইনস্টাগ্রাম এবং ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ ফেসবুকের সঙ্গে একীভূত হয়ে যায়। ফেসবুকের সঙ্গে একীভূত হয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১০০ এর কাছাকাছি। বিষয়টির দিকে ইঙ্গিত করে রো খান্না আরও বলেন, প্রথমত বড় বড় প্রতিষ্ঠানের একীভূত করাই উচিত নয়। আলাদা আলাদা প্ল্যাটফর্ম হিসেবে থাকলেও তা বেশি কল্যাণকর হবে।