মিথ্যা তথ্য ঠেকাতে ফেইজবুকের নতুন ফিচার

তথ্য ও প্রযুক্তি ডেস্ক মে ১১, ২০২১, ০১:০৮ পিএম

ঢাকাঃ বিভ্রান্তিকর তথ্যের প্রচার ঠেকাতে নতুন ফিচার চালু করছে ফেইসবুক। যেকোন লিংকে ক্লিক না করে অর্থাৎ ভেতরের খবর না পড়ে সেটি শেয়ারে বাধা দেবে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটি।

সম্প্রতি ফেইসবুক তাদের টুইটার পেজে নতুন ফিচারের একটি ছবি শেয়ার করেছে। সেখানে দেখা গেছে, লিংকে ক্লিক ছাড়া শেয়ার করতে গেলে একটা পপ-আপ মেসেজ আসছে। তাতে লেখা, ‘আর্টিকেল না খুলেই আপনি এটি শেয়ার করতে যাচ্ছেন।’

এরপরও একই নিউজ শেয়ার করতে গেলে সতর্কবার্তায় ফেইসবুক এভাবে লিখছে, ‘না পড়ে আর্টিকেল শেয়ার কলে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার মিস করতে পারেন।’

প্রায় একই ফিচার গত বছরও পরীক্ষা করেছিল ফেইসবুক। তিন মাসের পুরোনো আর্টিকেল শেয়ার করতে গেলে বাধা দিচ্ছিল কোম্পানিটি।

ফেইসবুকের নতুন ফিচারের কার্যকরিতা এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ অঞ্চলে দেখা যায়নি। কোনো লিংকে ক্লিক করা ছাড়াই স্বাভাবিক শেয়ারের অপশন আসছে। অর্থাৎ হয়ত ফেইসবুক এখনো এটি চালু করেনি অথবা সব দেশের জন্য উন্মুক্ত করেনি।