মিরপুর সনি স্কয়ারে টিপটপমার্ট লি. এর পঞ্চম শাখার উদ্বোধন

সরকারি বাঙলা কলেজ (ঢাকা) প্রতিনিধি এপ্রিল ২৯, ২০২২, ০১:০২ পিএম

ঢাকাঃ ব্যবসায়িক সাফল্যের যাত্রায় এবার রাজধানীর মিরপুরের সনি স্কয়ারে(সাবেক সনি সিনেমা হল) টিপটপমার্ট লি. এর পঞ্চম শাখার উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে মিরপুরে নতুন এই শাখার উদ্বোধন করেন এক সময়কার তরুণ প্রজন্মের হার্টথ্রোব জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা মৌসুমী ও জনপ্রিয় অভিনেতা ডা. এজাজুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন টিপটপমার্ট লি. এর চেয়ারম্যান মো.বজলুর রহমান পাটোয়ারী ও ব্যবস্থাপনা পরিচালক সোহরাব হোসেন সৌরভ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডা. উজ্জল রায়, জনপ্রিয় সংবাদ উপস্থাপক আমিনুর রহমান, সিনিয়র সাংবাদিক ও আমেরিকার নিউ ইর্য়ক থেকে সম্প্রচারিত সাউথ এশিয়ান টেলিভিশন চ্যানেল টিটি'র ব্যুরো চিফ কাজী লুৎফুল কবীর, টিপটপ মার্টের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন হিমেল চৌধুরী ও হেড অব অ্যাকাউন্টস মো.রিপন হোসেন।

এছাড়াও অসংখ্য উৎসাহি তরুণ-তরুণী ও ক্রেতার উপস্থিতি ছিল লক্ষণীয়।

মকিবুল মিয়া/এমএম