বিখ্যাত ব্যক্তিদের কিছু বিখ্যাত “উক্তি”

নিউজ ডেস্ক ডিসেম্বর ১৯, ২০২১, ০৩:৩১ পিএম
ফাইল ছবি

১। ক্লান্ত হলে তো অনেক আগেই মারা যেতাম। ক্লান্তি নেই বলেই তো একজন শিল্পী এতদিন বেঁচে থাকে
—পাবলো পিকাসো

২। স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।
—ব্রায়ান ডাইসন

৩। আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।
—মাইকেল জর্ডান

৪। সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ৰলে মনে হয়।
—হুমায়ূন আজাদ।

৫। চিন্তা কর বেশি, বল অল্প এবং লেখ তার চেয়েও কম।
—জন রে

আগামীনিউজ/নাসির