বিখ্যাত ব্যক্তিদের কিছু বিখ্যাত “উক্তি”

নিউজ ডেস্ক ডিসেম্বর ১৫, ২০২১, ০৩:০৮ পিএম
ফাইল ছবি

১. আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে, তা যদি দুই পর্বতের নিচে ও থাকে তবু ও তা আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনার জন্য যা নির্ধারণ করা হয় নি, তা যদি দুই ঠোঁটের মাঝে ও থাকে তবু ও তা আপনার কাছে পৌঁছবে না।-ইমাম গাজ্জালী (রঃ)

২. যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?—শেরে বাংলা এ. কে. ফজলুল হক

৩. সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয়।—হযরত সোলায়মান (আঃ)

৪. জীবনে দুটি দুঃখ আছে। একটি হল তোমার ইচ্ছা অপুর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পুর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা।– জর্জ বার্নার্ড শ

৫. ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে,আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন।– রেদোয়ান মাসুদ

আগামীনিউজ/নাসির