বিখ্যাত ব্যক্তিদের কিছু বিখ্যাত “উক্তি”

নিউজ ডেস্ক নভেম্বর ২৩, ২০২১, ০৩:৩৯ পিএম
ফাইল ছবি

১. যখন সুখের একটা দরজা বন্ধ হয়ে যায় তখন অবশ্যই সুখের আরো কিছু দরজা খুলে যাবে। কিন্তু আপনি যদি সর্বদা বন্ধ দরজার দিকেই তাকিয়ে থাকেন, তবে খুলে যাওয়া দরজাগুলো আপনি দেখতেই পাবেন না।
— হেলেন কিলার।

২. যখর তুমি নাচবে, কল্পনা করবে যে তোমার সামনে কোনো দর্শক নেই। দেখবে তোমার সেরা নাচ তখনই বেরিয়ে আসবে৷ যখন গাইবে তখন মনে করবে তুমি একাই গাইছো। তোমার সামনে কেউ নেই। দেখবে পৃথিবীতে তুমি স্বর্গের সুখ পেয়ে যাবে।
উইলিয়াম ডব্লিউ. পুরকে।

৩. গতকালকে ফিরে যাওয়ার কোনো মানেই হয় না৷ কারণ তখন আমি এক ভিন্ন মানুষ ছিলাম।
— লুইস ক্যারোল।

৪. স্মার্ট ব্যাক্তিরা সবসময়, সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে৷ সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করে। আর মুর্খদের কাছে পূর্বেই সকল প্রশ্নের উত্তর আছে।
—- সক্রেটিস।

৫. সুখ কোনো তৈরিকৃত বস্তু নয়। এটি আপনার কর্মফল থেকে জন্ম নেয়।
— দালাই লামা।

আগামীনিউজ/নাসির