বিল গেটস এর ১০ টি বিখ্যাত “উক্তি”

নিউজ ডেস্ক মার্চ ২৪, ২০২১, ০৪:৫৬ পিএম
ছবিঃ সংগৃহীত

১. “সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ্য করুন, অনেক কিছু শিখতে পারবেন” 

২. “আপনি যদি কোনো কিছু ভালোভাবে না করতে পারেন, অন্তত চেষ্টা করুন” 

৩. “বড় কিছু পেতে গেলে, আপনাকে অনেক সময় বড় ঝুঁকি নিতে হবে” 

৪. “ধৈর্য্যই হলো সাফল্যের প্রধান শর্ত” 

৫. “প্রতিদিন নিজের সেরাটা দিতে হবে” 

৬. “সফলতার উৎযাপন করা ভালো, তবে ব্যর্থতার দিকেও নজর দিতে হবে”

৭. “আমাদের প্রচুর টাকা ঢালতে হবে আমাদের স্বভাবের পিছনে, যদি তা আমরা বদলাতে চাই”

৮. “হয়তো আপনার স্কুল এখন কে জয়ী আর কে ব্যর্থ, বলা ছেড়ে দিয়েছে কিন্তু জীবন নয়” 

৯. “মহান সংস্থাগুলি, জড়িত মানুষদের থেকে উচ্চ স্তরের প্রতিভা পাওয়ার আশা করেই থাকে”

১০. “বড় কিছু পেতে গেলে, আপনাকে অনেক সময় বড় রিস্ক নিতে হতে পারে”

আগামীনিউজ/নাসির