বিখ্যাত ব্যক্তিদের কিছু বিখ্যাত “উক্তি”

নিউজ ডেস্ক ফেব্রুয়ারি ১, ২০২১, ০২:০৬ পিএম
ছবিঃ সংগৃহীত

“যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না।”

—হুমায়ূন আহমেদ

“মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে। সে চায় তাঁকে খুঁজে বের করুক।”

—হুমায়ূন আহমেদ

“যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য ৮ ঘণ্টা সময় থাকে,
তাহলে আমি কুড়াল ধার করার জন্য ৭ ঘণ্টা ব্যয় করব।”

—আব্রাহাম লিঙ্কন

“যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়,
তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?
যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না,
কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে?”

—শেরে বাংলা এ. কে. ফজলুল হক

“বেফাঁস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়।”

—জর্জ হাবার্ট

“শীতের কুয়াশার সে কোন অন্তিম পোচড়ের ফাঁকে-ফাঁকে বৃহস্পতি কালপুরুষ অভিজিৎ সিরিয়াস যেন লন্ঠন হাতে করে এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে কোন সুদূরযানের পথে চলেছে, কেমন একটা আশ্চর্য দূর পরলোকের নিক্কণ শোনা যায় যেন।”

—জীবনানন্দ দাশ 

আগামীনিউজ/নাসির