ভারতে জামিন পেল ৮২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক জুলাই ১০, ২০২০, ১১:০৩ পিএম
ছবি: হিন্দুস্তান টাইমস

ঢাকা: ভারতের একটি আদালত দিল্লির নিজামউদ্দিন এলাকার মারকাজে (তাবলিগের প্রধান কেন্দ্র) সমাবেশে অংশ নেওয়া ৮২ জন বাংলাদেশিকে জামিন দিয়েছেন। তাদের বিরুদ্ধে ভিসার শর্তের অপব্যবহার করার পাশাপাশি করোনাভাইরাসের সময়ে সরকারের ঘোষিত নীতিমালা অগ্রাহ্য করে সমাবেশে যোগ দেওয়ার অভিযোগ ছিল।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই শুক্রবার জানিয়েছে, দিল্লির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গুরমোহিনা কাউর ৮২ জন বাংলাদেশির জামিন মঞ্জুর করেছেন। এই বাংলাদেশিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে তোলা হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দিল্লির মারকাজে মার্চ মাসের সমাবেশে উপস্থিত মালয়েশিয়ার ১২২ জন তাবলিগ জামাত সদস্যকে গত বুধবার জামিন দেওয়া হয়েছে। সূত্রটি জানিয়েছে, মারকাজে অংশ নেওয়া সবার বিরুদ্ধে ভিসা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তাই তাদের কালো তালিকাভুক্ত করে বেশ কয়েক বছরের জন্য আর ভারতীয় ভিসা দেওয়া হবে না।

আগামীনিউজ/ইমরান/এমআর