লকডাউনের নামে ক্র্যাকডাউন করছে সরকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২১, ০৩:২০ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ লকডাউনের এই সুযোগে সরকার যেন ক্র্যাকডাউন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনাভাইরাসের এই ক্রান্তিকালে দেশের মানুষের ভালোমন্দ তোয়াক্কা না করে কেবলমাত্র নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতেই সরকার বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম চালানোকে দৈনন্দিন কর্মসূচিতে পরিণত করেছে। লকডাউনের এই সুযোগে সরকার যেন ক্র্যাকডাউন চালাচ্ছে।

মির্জা ফখরুল দাবি করেন, ১৬ ডিসেম্বরে দেশের বিভিন্ন জায়গাতে সহিংসতার ঘটনায় এরই মধ্যে ১৯১ জনকে আটক করা হয়েছে। অজ্ঞাতনামা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে হাজার হাজার নেতা-কর্মীদের।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, নিজেরা ঘটনা ঘটিয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর দায় চাপাচ্ছে সরকার। অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তি দেয়ার আহ্বান জানান ফখরুল। বলেন, অন্যথায় যে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে ক্ষমতাসীনদের।

আগামীনিউজ/নাসির