খালেদা জিয়ার জন্য হাসপাতালে কেবিন বুকিং

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২১, ১২:১৫ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি তার গুলশানের বাসভবনে আছেন। তবে তার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনা ইউনিটে কেবিন বুক করা হয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসকদের পরামর্শেই কেবিন বুক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ভাগ্নে ডা. মামুন। তিনি অবশ্য জানিয়েছন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা যে পর্যায়ে, তাতে এখনই আইসিইউ–সুবিধার দরকার নেই।

ডা. মামুন বলেন, “খালেদা জিয়ার কোনো উপসর্গ না থাকলেও জরুরি পরিস্থিতির জন্য রাজধানীর একটি হাসপাতালে আইসিইউসহ কেবিন বুকিং দিয়ে রাখা হয়েছে।”

ডা. মামুন আরো জানান, বাসায় অক্সিজেন থেকে সব কিছুর ব্যবস্থা আছে। তার বাসায় সব ধরনের চিকিৎসা ব্যবস্থা করা আছে।

এর আগে শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে আইসিডিডিআর,বির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নমুনা সংগ্রহ করা হয়। রোববার তার রিপোর্ট পজিটিভ আসে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান নিশ্চিত করেন।

আগামীনিউজ/নাসির