উপনির্বাচন

আজ মনোনয়নপত্র জমা দেবেন বিএনপির সালাউদ্দিন

ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ১৭, ২০২০, ১০:৫৬ এএম
ছবি সংগৃহীত

ঢাকাঃ ঢাকা-৫ আসনের উপনির্বাচনে লড়তে আজ বৃহস্পতিবার (১৭সেপ্টম্বর) মনোনয়নপত্র জমা দেবেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল জানান, আজ  বৃহস্পতিবার(১৭সেপ্টম্বর) বেলা ১১টায় ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপিপ্রার্থী সালাউদ্দিন আহমেদ মনোনয়ন জমা দেবেন।

যাত্রাবাড়ী ধোলাই পাড় সিও অফিসে তিনি তার মনোনয়নপত্র জমা দেবেন বলে শায়রুল জানান।

আগামীনিউজ/জেহিন