মারা গেলেন করোনা আক্রান্ত এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক ‌ জুলাই ১১, ২০২০, ০৮:৫৭ এএম
সংগৃহীত ছবি

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) সাবেক প্রেসিডিয়াম সদস্য ও  হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব) খালেদ আখতার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এ তথ্য নিশ্চিত করেছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।

মেজর অব খালেদ আখতার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক যাবত সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। 

উল্লেখ্য, খালেদ আখতার এরশাদের ব্যক্তিগত সহকারী ছিলেন। এরশাদের মৃত্যুর পরে দলের সর্বশেষ নবম কাউন্সিলে তাকে প্রেসিডিয়াম সদস্য থেকে বাদ দেওয়া হয়। যদি সেই সময় জাপার চিফ প্যাট্রন ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ তাকে প্রেসিডিয়াম সদস্য করেন। কিন্তু দলের গঠনতন্ত্র অনুযায়ী রওশন এরশাদ কাউকে পদ দিতে পারেন না বলে উল্লেখ করেছিলেন জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

আগামীনিউজ/এমআর