রিজেন্ট হাসপাতালের অপকর্ম, সরকারের মদদ দেখছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক জুলাই ৯, ২০২০, ০৬:১৩ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণা ও নানান অনিয়মের অভিযোগে রিজেন্ট হাসপাতাল বন্ধ করা হয়েছে। এই হাসপাতালের এ কর্মকাণ্ড সরকারের মদদেই হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (০৯ জুলাই) এক ভার্চুয়াল আলোচনায় তিনি এই অভিযোগ করেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘একটা হাসপাতাল কী করে মিথ্যা সার্টিফিকেট দিতে পারে? সব মন্ত্রীরা তার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত, ঘনিষ্ঠভাবে তারা তাদের সঙ্গে কথা বলছেন, কাজ করছেন। পুরোপুরি সরকারের মদদেই তারা এ অপকর্মটা করছেন।’

তিনি আরো বলেন, করোনায় এ সরকারের যে ভূমিকা এটা তো বলার অপেক্ষা রাখে না। সরকার মানুষগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দেবে এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

বিএনপির কেন্দ্রীয় নেতা জহিরউদ্দিন স্বপনের পরিচালনায় আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসুর মাহমুদ চৌধুরী, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ ও নির্বাচন কমিশনের সাবেক সচিব আবদুর রশিদ সরকার বক্তব্য রাখেন।

আগামীনিউজ/এমআর