দেখা মিলল বিরল প্রজাতির হলুদ কচ্ছপের

নিজস্ব প্রতিবেদক জুলাই ২০, ২০২০, ০১:৩৫ পিএম
ফাইল ছবি
ভারতের উড়িষ্যার বালেশ্বর জেলা থেকে একটি বিরল কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ।
 
রোববার ওই জেলার সোরো ব্লকের সুজনপুর গ্রামের একটি কৃষি জমি থেকে বিরল এই কচ্ছপটির সন্ধান পাওয়া যায়।
 
বন অধিপ্তরের প্রধান কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার হওয়া কচ্ছপটি ভারতে বিরল। এর আগে তিনি কখনও এমন কচ্ছপ দেখেননি।

জানা যায় রবিবার সকালে নিজের ক্ষেতে চাষ করছিলেন বাসুদেব মহাপাত্র। তিনি প্রথমে হলুদ রঙের ওই বিরল কচ্ছপটিকে দেখতে পান। সেটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন। এদিকে, হলুদ কচ্ছপটিকে দেখার জন্য তার বাড়িতে স্থানীয় লোকজনের ভিড় বাড়তে খাকে। পরে বন অধিদপ্তরে খবর দেন বাসুদেব। খবর পেয়ে ওই ব্যক্তির বাড়ি থেকে বন বিভাগের কর্মীরা কচ্ছপটি উদ্ধার করে তাদের জিম্মায় নিয়ে যায়।

 

আগামীনিউজ/এএস