হিটলারের সেই কুমিরের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক মে ২৪, ২০২০, ১১:৪৭ এএম
ছবি সংগৃহীত

ঢাকা: রাশিয়ার মস্কো চিড়িয়াখানায় মারা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেঁচে থাকা একটি কুমির। স্যাটার্ন নামের কুমিরটি জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের ছিল বলেও গুঞ্জন রয়েছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর।

১৯৩৬ সালে যুক্তরাষ্ট্রে জন্মের পর স্যাটার্নকে বার্লিন চিড়িয়াখানায় উপহার হিসেবে দেয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কুমিরটি সেখানেই ছিল। তবে যুদ্ধচলাকালীন ১৯৪৩ সালে বোমা বিস্ফোরণ হলে চিড়িয়াখানা থেকে সে পালিয়ে যায়।

এর তিনবছর পর এক ব্রিটিশ সৈন্য তাকে পাওয়ার পর সোভিয়েত ইউনিয়নকে দিয়ে দেয়। এরপর থেকে রাশিয়াতেই থাকছিল সে। গত ৭৪ বছর থেকে স্যাটার্নের দেখভাল করে আসছিল মস্কো চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

স্যাটার্ন বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির কিনা তা নিয়ে রয়েছে বিতর্ক। সার্বিয়ার বেলগ্রেড চিড়িয়াখানায় মুজা নামের ৮০ বছর বয়সী একটি কুমির রয়েছে। সূত্র: ডেলি মেইল

আগামীনিউজ/মিজান