ঢাকায় বৃষ্টিসহ কালবৈশাখীর পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২০, ১১:৫৫ এএম

ঢাকা : ক্যালেন্ডারের পাতা বলছে আজ বৈশাখের ২ তারিখ। তবে  কালবৈশাখীর আভাস মিলতে শুরু করে চৈত্রের শেষ দিক থেকেই।

এদিকে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার (১৫ এপ্রিল) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে এখনও বৃষ্টি বা ঝড়ো হাওয়া বয়ে যায়নি। যদিও আকাশ মেঘলা রয়েছে।

সকাল ৭টা পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পশ্চিম/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামীনিউজ/মিজান