‘ঘূর্নিঝড় বুলবুল কৃষিতে ২শ ৬৩ কোটি টাকার ক্ষতি করেছে’

আগামী নিউজ প্রতিবেদক নভেম্বর ১২, ২০১৯, ১২:৪০ পিএম

ঘূর্ণিঝড় বুলবুলে যেমনটা মনে করা হয়েছিল তেমন ক্ষতি না হওয়ায় মহান সৃষ্টিকর্তার কাছে কৃতিজ্ঞতা প্রকাশ করে কৃষিমন্ত্রী ড. আব্দুল রাজ্জাক জানিয়েছে, তারপরও আমাদের  কৃষিতে ক্ষতির পরিমান ২শ’ ৬৩ কোটি ৫ লাখ টাকা।

মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে  সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী। 

১৬ জেলার ১০৩ টি উপজেলায় এ ঝড়ের প্রভাবের কথা জানিয়ে কৃষি মন্ত্রী বলেন,  রোপা আমন,  শীতকালীন শাক-সবজি, সরিষা,  খেসারিসহ নানা শাক-সবজি আত্রান্ত হয়েছে। 

৮ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশের উপকূলীয়অঞ্চলের জেলা সমূহের উপর আঘাত হেনেছিল এই ঘূর্ণিঝড় বুলবুল। 

এতে ২ লক্ষ ৮৯ হাজার হেক্টর জমিতে কৃষির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।  

রোপা আমনের ২ লক্ষ ৩৩ হাজার ৫৭৪ হেক্টর জমি, শীতকালীন সবজি ১৬ হাজার ৮৮৪ হেক্টর জমি সরিষা ১৪৭৬ হেক্টর জমি, খেসারি ৩১০৮৮ হেক্টর, ১৯৫ হেক্টর, পান ২৬৬৩ হেক্টর ও অন্যান্য কৃষিজাত পণ্যের ৩১২৬ হেক্টর জমির কৃষি কৃষি পণ্যের ক্ষতি হয়েছে বলে জানা যায়।

আগামী নিউজ/এসআর/এআর