নিম গাছ কেন লাগাবেন?

ড. নিম হাকিম জুলাই ২৩, ২০২২, ১১:৪৪ পিএম

ঢাকাঃ নিম একটি ঔষধি গাছ যার ডাল, পাতা, রস, সবই কাজে লাগে। নিম গাছের এমন কোন অংশ নেই যার উপকারিতা নেই। কথায় বলে একটি বাড়িতে নিম থাকলে রোগ বালাই দূরে থাকে, বাড়িতে নিম গাছ একজন ডাক্তারের মতই কাজ করে। এমনকি নিম গাছ থাকলে পোকা-মাকড়ও সে বাড়িতে কম দেখা যায়। এর উপকারিকা, গুণাগুণ সম্পর্কে আসুন জেনে নেই।

১. নিম-Azadiracha Indica আমাদের দেশীয় একটি অতি উপকারী বৃক্ষ।

২. পৃথিবীর অনেক বিখ্যাত মনীষীদের জীবনের সাথে নিম জড়িত।

৩. নিম পরিবেশ রক্ষা, দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক অবদান রাখে।

৪.  নিম থেকে উৎপাদিত হয় প্রাকৃতিক প্রসাধনী, ঔষধ, জৈব সার ও কীট বিতারক। 

৫. নিম স্বাস্থ্য রক্ষা, রূপচর্চা ও কৃষিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

৬. নিম কাঠ ঘুণে ধরে না, নিমের আসবাবপত্র ব্যবহারে ত্বকে ক্যানসার হয় না।

৯. নিম পানির ভূ-গর্ভস্থ স্তর ধরে রাখে, শীতল ছায়া দেয় ও ভাইরাসরোধী।

৮. নিমের জৈব কীট বিতারক ও সার উপকারী কোন কীট পতঙ্গ যেমন মৌমাছি এবং ব্যাকটেরিয়ার ক্ষতি করে না।

৯. নিম শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত দূষণ নিয়ন্ত্রণ করে।

১০. নিম অন্যান্য গাছের চেয়ে ৫ গুন বেশী ধুলা ও ধুয়া শোষণ করতে পারে।

১১. নিম ঝড়- ঝঞ্ঝা ও সুনামী থেকে আমাদের সম্পদ রক্ষা করে এবং নদীর ভাঙণ ঠেকায়।

১২. নিমের পাতা, ছাল, ফুল, ফল, বীজ, বীজের তৈল, কাঠ ও খৈল ব্যবহারযোগ্য ও উপকারী।

১৩. নিম মাটির লবণাক্ততা রোধ এবং অম্ল ও ক্ষারের সমতা ফেরায়।

১৪. নিম গাছ বাতাস শীতল রাখে এবং অন্যান্য গাছের তুলনায় নিম গাছের নিচের তাপমাত্রা ১-২ ডিগ্রী কম থাকে।

১৫. নিম পাতার গুঁড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী

১৬. নিম গাছ দ্রুত বর্ধনশীল এবং কাঠ খুব দামী ।

১৭. নিম যে কোন মাটিতে জন্মে ও স্বাভাবিকভাবে বেড়ে উঠে।

১৮. নিম পরিবেশ বান্ধব ও জীববৈচিত্র রক্ষায় অদ্বিতীয়।

১৯. আট বছর বয়সের দুটি নিম গাছের পাতা ও বীজ বিক্রি করে পাঁচ জনের পরিবার সারা বছরের ভরণ-পোষণ সম্ভব ।

২০. নিম ফুলের মধু অন্যান্য ফুলের মধুর তুলনায় অধিক পুষ্টিকর ও ঔষধি গুন সম্পন্ন ।

২১. নিম মাটির ক্ষয় ও মরুময়তা রোধ করে।

২২. কৃষি বনায়ন বা কৃষি জমির আইলে নিম গাছ লাগালে ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব কম হয়।

২৩. নিম থেকে তৈরি ঔষধ, প্রসাধনী, জৈব সার ও কীট বিতারক সারা বিশ্বব্যাপী সমাদৃত।

২৪. নিম গাছ গরু-ছাগলে খায় না এবং বাঁচে চার'শ বছরের অধিক ।

২৫. উপকারীতা বিবেচনা করে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিমকে ঘোষণা করেছে “একুশ শতকের বৃক্ষ”

২৬. নিম পৃথিবীর সবচেয়ে উপকারী ঔষধি বৃক্ষ।

এসএস