২৪ ঘণ্টার আল্টিমেটাম, অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২১, ২০২১, ০৩:৩৬ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের হুমকি দেওয়া বাসের হেলপারকে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। রোববার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর বকশিবাজার মোড়ে সড়ক অবরোধ করেন কলেজটির শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত বাসের হেলপারকে গ্রেফতারসহ তিন দফা দাবি জানিয়ে দুপুর ১২টার দিকে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা।

তাদের দাবির মধ্যে রয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের হুমকি দেওয়া বাসের হেলপারের গ্রেফতার ও শাস্তি, বাসে নারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা, সারা দেশে শিক্ষার্থীদের হাফপাস চালু করা।

এসময় আন্দোলনরত শিক্ষার্থী ফারজানা আক্তার পলি বলেন, বাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাসে যৌন হয়রানি বন্ধ করতে হবে। একইসঙ্গে হাফ ভাড়া চালুর দাবি জানাই আমরা।

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক শিক্ষার্থী বলেন, দ্রুত আমাদের দাবি নিশ্চিত করতে হবে, নয়তো আমরা আবারও রাস্তায় নামবো। শিক্ষর্থী বলে আমাদের বাসে তুলতে চায় না স্টাফরা ভালো আচরণও করে না। এসব বন্ধসহ বাসে হাফ ভাড়া চালু করতে হবে।

এ বিষয়ে পুলিশের চকবাজার জোনের এডিসি কুদরত ই খোদা বলেন, আমরা কলেজ প্রশাসন, বাস মালিক ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে শিগগিরই বসে বিষয়টির সমাধান করবো। ধর্ষণের হুমকিদাতাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

বাসে ছাত্রীদের হয়রানির বিষয়ে তিনি বলেন, আমাদের ট্রাফি সদস্যদের বিষয়টি নজরে রাখার বিষয়ে বলবো। ছাত্রীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়ে নজরদারি থাকবে আমাদের। এরপরও এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।

আগামীনিউজ/বুরহান