"লকডাউনে শ্রমিকদের পরিবহন নিশ্চিত না করলে ব্যবস্থা"

ডেস্ক রিপোর্ট এপ্রিল ১২, ২০২১, ০৪:১৭ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেছেন শিল্প কারখানাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা না করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

আজ সোমবার সচিবালয়ে ক্লিনিক ভবনে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘লকডাউন চলাকালে শিল্প কারখানাগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা না করতে হবে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

এর আগে লকডাউন চলাকালে শ্রমিকদের জন্য বেশির ভাগ শিল্প কারখানাকে নিজস্ব ব্যবস্থাপনায় পরিবহন নিশ্চিত করতে দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শ্রম প্রতিমন্ত্রী।

আগামীনিউজ/সোহেল