হামলা ঠেকাতেই প্রেসক্লাবে ঢুকেছিল পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক মার্চ ১, ২০২১, ০২:০৩ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “প্রেসক্লাবের ভেতরে পুলিশ কখনো ঢোকে না। বহিরাগতদের হামলা ঠেকাতেই কিছু পুলিশ প্রেসক্লাবে ঢুকেছিল।”

আজ সোমবার (১ মার্চ) পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “বহিরাগতদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছুঁড়েছিলো পুলিশ। বহিরাগতরা ভবিষ্যতে যেন প্রেসক্লাবে প্রবেশ করতে না পারে সেদিকে  প্রেসক্লাব কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে।”

আসাদুজ্জামান খান আরো বলেন, “সরকারের রূপকল্প বাস্তবায়নে ও উন্নয়নে নিরাপত্তা স্থিতিশীল রাখার নিয়ামক হিসেবে কাজ করে যাচ্ছে পুলিশ। এই বাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষার কাজ করে না, জঙ্গি নির্মূলেও পুলিশ কাজ করে যাচ্ছে। 

আগামীনিউজ/এএইচ