স্বাস্থ্যবিধি মেনে অন্যদের সচেতন করতে হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট নভেম্বর ২৬, ২০২০, ০৭:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায় কীরকম হবে আমরা জানি না বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব রকম প্রস্তুতি নিতে হবে, সচেতন হতে হবে। এর জন্য যা যা করা দরকার তার সবকিছুর নির্দেশনা দিয়েছি। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অন্যদের মেনে চলায় সচেতন করতে হবে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিসিএস প্রশাসন ক্যাডারদের ১১৬, ১১৭, ১১৮তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা বাংলাদেশটাকে উন্নত করার চেষ্টা করছি। ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছি। করোনার মধ্যেও উন্নয়নের ধারাটাও একারণে অব্যাহত রাখতে পারছি। বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা দীর্ঘ পরিকল্পনা হাতে নিয়েছি।

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। অপরাধী যে দলেরই হোক, অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে। কারো মুখের দিকে চেয়ে নয় বরং মাদক, জঙ্গি, নারী নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে।’

শেখ হাসিনা আরো বলেন, ‘একটি জাতির উন্নয়নে লক্ষ্যমাত্রা থাকতে হয়, অন্যথায় উন্নয়ন সম্ভব নয়। আমরা দেশের উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাত নিয়েছি। যারা গরিব মানুষ, ভাগ্যহারা মানুষ, তাদের জন্য কাজ করতে হবে। আপনারা মেধা দিয়ে, মানুষকে সেবা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের যুব সমাজ লার্নিং অ্যান্ড আর্নিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সের মাধ্যমে নিজেরে পায়ে দাঁড়াতে পারবে। এখন থেকে ফ্রিল্যান্সারদের আইডি কার্ড দেওয়া হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘চাকরিজীবীদের জীবন মান উন্নয়নে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো, স্বল্প সুদে আবাসনের ব্যবস্থাসহ সব সুবিধা বৃদ্ধি করা হয়েছে। আমরা কারো কাছে হাত পেতে নয় বরং স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছি। করোনা পরিস্থিতিতে আমরা অনেক উন্নয়ন করেছি। আমরা তথ্যপ্রযুক্তিতে আরো সমৃদ্ধশালী হতে চাই। সারা বাংলাদেশে নেটওয়ার্ক গড়ে তুলেছি। সারা দেশের মানুষের ঘরে ঘরে বিদুৎ পৌঁছে দেওয়া হবে।’

আগামীনিউজ/এএইচ