কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১ দগ্ধ ৩৭

নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১১, ২০১৯, ০৫:০৫ পিএম

ঢাকা : ঢাকার কেরানীগঞ্জের চুনকুঠিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ ৩৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধরা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই কারখানাটিতে ওয়ান টাইম প্লেট তৈরি করা হতো বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো নিহতের সংবাদ পাওয়া যায়নি।
 

আগামী নিউজ/এমআরএস/এএ/ এএম