বসল পদ্মা সেতুর ৩৫তম স্প্যান

ডেস্ক রিপোর্ট অক্টোবর ৩১, ২০২০, ০২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৮ ও ৯ নম্বর পিয়ারের ওপর ৩৫তম স্প্যান বসানো হয়েছে আজ শনিবার (৩১ অক্টোবর)। ফলে সেতুর মোট ৫ হাজার ২৫০ কিলোমিটার দৃশ্যমান হবে।

নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, শুক্রবার স্প্যানটি বসানোর কথা ছিল। কিন্তু, পদ্মা নদীতে চর পড়ে নাব্য সংকট সৃষ্টি হয়। যেখানে বর্ষা মৌসুমে পানি ছিল ১৩০ ফুট থেকে ১৫০ ফুট, সেখানে পানি কমে হয়ে গেছে মাত্র ৭ ফুট। তাই গত দুই দিন ড্রেজিং করে গভীরতা বাড়ানো হয়েছে। যে ক্রেনটি কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যান বহন করে পিলারের কাছে নিয়ে যায়, সেটি চলতে কমপক্ষে ১২ ফুট গভীর পানি লাগে।

সেতুর ৩৫তম স্প্যান বসার পর বাকি থাকছে মাত্র ছয়টি স্প্যান। কারণ, সেতুতে মোট ৪১টি স্প্যান বসানো হবে। চলতি অক্টোবরে বসানো হয়েছে ৩টি স্প্যান। মনে করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানোর কাজ শেষ হবে।

আগামীনিউজ/এএইচ