পুড়িয়ে হত্যা: দোষীদের গ্রেপ্তারের দাবি ইশার

ডেস্ক রিপোর্ট অক্টোবর ৩০, ২০২০, ০৮:২০ পিএম
সংগৃহীত

লালমনিরহাটঃ জেলার পাটগ্রামে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে অজ্ঞাত এক ব্যক্তিকে গণপিটুনির পর পুড়িয়ে মারার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা)।

 

বৃহস্পতিবারে হওয়া বর্বরোচিত এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় স্কুল সম্পাদক মাহমুদুল হাসান । এর আগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু করে সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল পরবর্তী সমাবেশে মাহমুদুল হাসান বলেন, ‘গণপিটুনি ও পুড়িয়ে হত্যাকাণ্ডের মতো পৈশাচিক ও বর্বরোচিত হত্যাকাণ্ড ইসলাম কখনোই সমর্থন করে না । লালমনিরহাটের এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এই হত্যাকাণ্ড একটি গুজবের ওপর ভিত্তি করে সংঘটিত হয়েছে দাবি করে তিনি বলেন, ‘বিগত দুই দশকের রাষ্ট্রীয় ফ্যাসিবাদ, বিচারহীনতা ও রাষ্ট্রীয় বাহিনীর দীর্ঘ দিনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতির প্রভাব আজ দেশব্যাপী সাধারণ জনগণের ওপর পড়েছে।’

বক্তব্যে মাহমুদুল হাসান এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ‘সঠিক সময়ে ঘটনাস্থলে পুলিশের হস্তক্ষেপ না থাকায় এই রকম বর্বর, অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।’

আগামীনিউজ/এএস