পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেনঃ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ রাষ্ট্র

ডেস্ক রিপোর্ট অক্টোবর ২৪, ২০২০, ০৯:২২ এএম
ছবি: সংগৃহীত

ঢাকা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বর্তমান সরকার সকল ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণ ও নিরাপত্তা বিধানের মাধ্যমে বাংলাদেশকে একটি আদর্শ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।

মন্ত্রী আজ বান্দরবান কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শনের সময় বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি এলাকায় অত্যন্ত আনন্দঘন এবং নিরাপদে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে।

এ সময় পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ ও বান্দরবান কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লক্ষীপদ দাশ উপস্থিত ছিলেন।

 
আগামীনিউজ/মিথুন