পঞ্চগড়ে

ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডেস্ক রিপোর্ট অক্টোবর ১৩, ২০২০, ০৪:১৫ পিএম
ছবি সংগৃহীত

পঞ্চগড়ঃ  জেলায়  ধাক্কামারা ইউনিয়নের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জামাল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে ওই রেলস্টেশন সংলগ্ন এলাকায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের সামনে একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

 আগামীনিউজ/জেহিন