বন্যায় ১৭ জেলার সাড়ে ১৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক জুলাই ১৪, ২০২০, ০৪:৪৬ পিএম
সংগৃহীত

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বর্তমানে ১৭টি জেলা বন্যাকবলিত। এসব জেলায় বন্যায় ১৪ লাখ ৫৭ হাজার ৮২৭ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী বন্যা ২৩ জেলায় বিস্তৃতি লাভ করবে এবং তা আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবে বলে জানান এনামুর রহমান।
 
আগামীনিউজ/তরিকুল/জেএফএস