‘রেড জোন’ ওয়ারীতে ২১ দিনের লকডাউন

নিজস্ব প্রতিবেদক ‌ জুলাই ৪, ২০২০, ০৮:২৫ এএম
সংগৃহীত ছবি

ঢাকা: করোনার সংক্রমণ ঠেকাতে রেড জোন হিসেবে চিহ্নিত রাজধানী পুরান ঢাকার ওয়ারী লকডাউন করা হয়েছে। লকডাউন বাস্তবায়ন করতে সব রকম প্রস্তুতি শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও পুলিশ।

শনিবার (৪ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হয়েছে লকডাউন। এ সময়ে সেখানে স্বাভাবিক জীবনযাপনে থাকবে কড়াকড়ি, যা চলবে ২৫ জুলাই পর্যন্ত। এলাকার প্রতিটি প্রবেশপথ বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে এবং প্রত্যেক জায়গায় লকডাউন লেখা ব্যানার টানানো হয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১নং ওয়ার্ডের কাউন্সিলর সরোয়ার আলম আলো বলেন, ‘যাদের খাবার দরকার আমরা সেগুলো প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিব। ওয়ারী এলাকার জন্য মহানগর হাসপাতাল প্রস্তুত রয়েছে। ২৪ ঘন্টা আমাদের এ্যাম্বুলেন্স সার্ভিস প্রস্তুত থাকবে।’

ওয়ারীতে প্রবেশে সব পথ বন্ধ রেখে খোলা থাকবে দুটি। খোলা থাকবে ৩টি সুপারশপ। থাকবে ভ্রাম্যমান কাঁচা বাজার। করোনা পরীক্ষার জন্য বুথও বসানো হবে। 

আগামীনিউজ/এমআর