আমি ভালো আছি: ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক মে ২৬, ২০২০, ১২:২৮ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: কারোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। রোববার গণস্বাস্থ্যের ল্যাবে পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসে মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই চিকিৎসকের।

এদিকে, মঙ্গলবার (২৬ মে) সকালে দেশের শীর্ষ স্থানীয় একটি ইংলিশ দৈনিকে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এখন পর্যন্ত আমি শারীরিকভাবে আলাদা কোনো সমস্যা বা জটিলতা অনুভব করছি না। ভালো আছি, সুস্থ আছি। 

তিনি আরো বলেন, কোনো বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ না করার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবো।

উল্লেখ্য, করোনা পরীক্ষার জন্য সম্প্রতি ‘জিআর র‌্যাপিড ডট ব্লট’ কিট উদ্ভাবন করেছ গণস্বাস্থ্যের গবেষকরা। এই পদ্ধতিতে রক্তের অ্যান্টিবডি ও অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে নির্ভুলভাবে করোনা শনাক্ত হবে বলে দাবি উদ্ভাবকদের। এটি এখনও অনুমতির অপেক্ষায় আছে।

আগামীনিউজ/মিজান