সরকারি এক আদেশেই করোনা উধাও

নিজস্ব প্রতিবেদক   এপ্রিল ২, ২০২০, ০৫:২৪ এএম

শওগাত আলী সাগর: তুর্কমেনিস্তানে করোনার কোনো অস্তিত্বই নেই। দেশটির সরকার তার পুরো ভৌগলিক এলাকা থেকেই করোনা শব্দটিকেই উচ্ছেদ করে ফেলেছে। কীভাবে সম্ভব হলো কাজটি?

কেবল একটি কাজ করেছে তুর্কমেনিস্তানের সরকার।

সকল মিডিয়াকে নির্দেশ দিয়েছে ‘করোনা’ শব্দটিই ব্যবহার করা যাবে না। স্বাস্থ্য অধিদপ্তরের যে সব নথিতে এই শব্দটি ছিলো সব ধ্বংস করে ফেলেছে। শিক্ষা প্রতিষ্ঠানকেও বলে দেয়া হয়েছে করোনা শব্দটিকেই ব্যবহার করা যাবে না। সরকারি বেসরকারি ব্যক্তিগত কোনো নথিতেই এখন করোনা শব্দটি নেই।
তুর্কমেনিস্তানের কোথাও ‘করোনা’ শব্দটিই উচ্চারিত হয় না। সরকারি এক আদেশেই করোনা উধাও। (ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: সম্পাদক ও প্রকাশক, নতুন দেশ ডটকম

আগামী নিউজ/নাঈম