মহিউদ্দিন এর কন্ঠে আহবানমূলক গজল ‘এ রাত কি কেটে যাবে’

নিজস্ব প্রতিবেদক   এপ্রিল ১, ২০২০, ০৯:০৬ পিএম

ঢাকা : এএসআই মোঃ মহিউদ্দিন। কর্মরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের বংশাল থানায়। জনসেবার পাশা-পাশি তিনি বিভিন্ন সময়ে ইসলামী গজল গেয়ে থাকেন। বর্তমান বিশ্বের মানুষ করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী আছেন।

মানুষ যেন ঘরে অলস সময় না কাটিয়ে ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে করোনা ভাইরাস থেকে মুক্তি লাভ করতে পারে, সেই আহ্বানে তার কন্ঠে এবার ‘এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে’। গানটির গীতিকার- কবি গোলাম মোহাম্মদ, সুরকার- মশিউর রহমান, প্রযোজনা-গাজী আনাস রাওশান।

গানটি অত্যন্ত মনোমুগ্ধকর হৃদয় স্পর্শি কন্ঠে সবার মনে সাড়া জাগিয়েছে। গানটি ইতিমধ্যে হ্যাভেন টিউন স্টুডিওর ভেরিফাইড ইউটিউব চ্যানেল– https://www.youtube.com/watch?v=iWwACfIZs5k প্রকাশিত হয়েছে।


আগামী নিউজ/সুমন/নাঈম