‘মশা দমনে এখনই উদ্যোগী হতে হবে’

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩১, ২০২০, ০১:৩২ পিএম

ঢাকা: মশার মৌসুম শুরু হয়ে গেছে। এখনই মশা দমনে উদ্যোগী হওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩১মার্চ) সকালে জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্স চলাকালে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের সাথে সংযুক্ত হয়ে তিনি মেয়র আতিকুল ইসলামকে এ নির্দেশনা দেন।

শেখ হাসিনা বলেন, এখন করোনাভাইরাসে সবাই যখন কোনঠাসা তখন যদি মশাও আক্রমণ চালায় তাহলে জন দুর্ভোগ আরো বাড়বে। তাই সিটি করপোরেশন ও জনপ্রতিনিধিরা এখনই প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। তিনি বলেন, আমরা এ সময়ে আর মশার গান শুনতে চাই না। 

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন। এরপর শেখ হাসিনা কেবিনেটে যুক্ত হয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকেও একই নির্দেশনা দেন।

আগামীনিউজ/কামরুল/মিজান